বাগাতিপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়িতে আগুন!

- আপডেট সময় : ০৫:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯৫৭ বার পড়া হয়েছে
বাগাতিপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়িতে আগুন!
নাটোরের বাগাতিপাড়ায় বৈদ্যুতিক খুঁটির তার থেকে সৃষ্ট শর্ট সার্কিটের আগুনে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার যোগীপাড়া গ্রামের বাসিন্দা মৃত এলাহী বক্সের ছেলে মোঃ আব্দুস সালাম (৬০) বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক খুঁটির তার থেকে ফায়ার হওয়া আগুন বাড়ির পাশে থাকা পাঠশোলার উপর পড়ে এবং সেখান থেকে বসতঘরে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পাঠশোলা সহ ঘরের কিছু ব্যবহৃত কাপড়-চোপড় ও আসবাবপত্র পুড়ে যায়। তবে বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পর বাড়ির লোকজন ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। পরে বাগাতিপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তাদের গাড়ি পৌঁছানোর আগেই সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্যা মোঃ আবদুল্লাহ শেখ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এতে করে আব্দুস সালামের প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।