গাজীপুরে বাসের ধাক্কায় ডিবির ওসি নিহত, স্ত্রী আশংকাজনক!

- আপডেট সময় : ০৬:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ২১৯২ বার পড়া হয়েছে
গাজীপুরে বাসের ধাক্কায় ডিবির ওসি নিহত, স্ত্রী আশংকাজনক!
গাজীপুরে বাসের ধাক্কায় নওগাঁ জেলা ডিবির ওসি মোস্তাফিজ হাসান ওরফে সুমন নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এ সময় তার স্ত্রী শিল্পী গুরুত্বর আহত হ্ন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ জেলার পুলিশ লাইনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিবি ওসি মোস্তাফিজ হাসান ওরফে সুমন সপরিবারে সিলেট বেড়াতে গিয়েছিলেন। বেড়ানো শেষে তারা সিলেট থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে যাত্রাবিরতীতে তারা গাজীপুর পুলিশ লাইনে পরিবারসহ ফ্রেশ হতে যান। পরে সেখান থেকে গাড়িতে উঠার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতীর একটা যাত্রীবাহী একটা বাস তাদের ধাক্কা দিলে ওই পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুত্বর আহত হন তার স্ত্রী শিল্পী। স্থানীয়দের সহযোগিতায় শিল্পীকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে পুলিশ।

পুলিশ জানায়, নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। তার স্ত্রী শিল্পীর অবস্থাও আশংকাজনক জনক বলে জানিয়েছে পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কর্মকর্তার লাশ গাজীপুর হাসপালে আছে।
নওগাঁ জেলা ডিবির ওসি মোস্তাফিজ হাসান ওরফে সুমনের মৃত্যুতে চ্যানেল এ নিউজ পরিবার শোকাহত। উল্লেখ্য, নিহত ডিবির পুলিশের কর্মকর্তা মোস্তাফিজ হাসান ওরফে সুমন চ্যানেল এ নিউজ এর নির্বাহী পরিচালক এ, এস, এম আল-আফতাব খান সুইট’র ফুপাতো ভাই ছিলেন।