৯৯৯ এর কলে ৫ জুয়ারুকে আটক করেছে পুলিশ
- আপডেট সময় : ১১:১৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১ ৩৪৬ বার পড়া হয়েছে
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাস, নগদ টাকাসহ ৫ জন জুয়ারুকে গ্রেফতার করেছে নাটোরের নলডাঙ্গা থানা পুলিশ।
শনিবার গভীর রাতে উপজেলার দূর্লভপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার দূর্লভপুর গ্রামের মৃত ইলমুদ্দিন মোল্লার ছেলে খোকন মোল্লা (৩৮) মৃত জহির ফকিরের ছেলে মন্টু ফকির (৪৮) মৃত করিম প্রামানিকের ছেলে সোহরাব আলী (৫০) মৃত আলিমুদ্দিন মোল্লার ছেলে আবুল মোল্লা (৪৮) এবং মোঃ মেসের মোল্লার ছেলে রহিদুল মোল্লা(২২)।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ৫ জন জুয়ারি উপজেলার দুর্লভপুর গ্রামের বটতলা এলাকায় নির্জন স্থানে তাস দিয়ে জুয়া খেলাছিল
৯৯৯ এ এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলার নগদ ৩ হাজার ৩৭০ টাকা ও উপকরণ জব্দ করা সহ তাদেরকে আটক করা হয়। রোববার তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে সেই মামলায় ৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।