৬৭৭ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাব!
- আপডেট সময় : ০১:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
৬৭৭ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাব!
বিশেষ প্রতিনিধি নাটোর:
নাটোরের বড়াইগ্রাম থেকে ৬৭৭ বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কয়েন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর এলাকার মৃত রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে আলম হোসেন এবং লুৎফর রহমানের ছেলে মিঠুন আলী।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সনজয় কুমার সরকার এক প্রেস ব্রিফিং এ এই তথ্য নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েন বাজার এলাকায় চেকপোষ্ট বসায় র্যাব সদস্যরা। এসময় একটি মোটরসাইকেল থামিয়ে জিজ্ঞাসাবাদে দুইজনের আচরণ অসংলগ্ন হওয়ায় তাদের শরীর তল্লাশি করা হয়। এসময় তাদের শরীরে বিশেষভাবে রাখা ১০০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। পরবর্তীতে আটককৃত মিঠুন আলীর দেয়া তথ্য মতে, তার নিজ বাড়ি থেকে আরও ৫৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত দুইজন পেশায় মাদক ব্যবসায়ী। ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে তারা নিজেদের হেফাজতে রেখেছিল। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করে থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।