৩ বছরের সন্তানের সামনে মা কে পালাক্রমে ধর্ষণ, মুখ বন্ধ রাখতে টাকার প্রস্তাব
- আপডেট সময় : ১২:৫৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
৩ বছরের সন্তানের সামনে মা কে পালাক্রমে ধর্ষণ, মুখ বন্ধ রাখতে টাকার প্রস্তাব
নিজস্ব প্রতিনিধিঃ
৩ বছরের সন্তানের সামনে মা কে পালাক্রমে ধর্ষণ, মুখ বন্ধ রাখতে টাকার প্রস্তাব। ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশু সন্তানের সামনে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধু। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের মিশন রেলগেট কোয়ার্টারে গত শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধুপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের এক নারী একই এলাকার পুঞ্জিকা সাধক ও তান্ত্রিক প্রকাশ (ঝোল) ঐ নারীকে গুপ্তধনের সন্ধান দেওয়ার লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এক মন্দিরে নিয়ে যায়। ওই তান্ত্রিক ঝোল সু-কৌশলে ওই নারীকে মিশন রেলগেট কোয়ার্টারে নিয়ে আসে পরে সেই গৃহবধূর সন্তানকে পাশে রেখে তান্ত্রিক ঝোল তাকে ধর্ষণ করে। পরে তার বন্ধু রুহিয়া মিশন রেল গেটম্যান শামিম (৩০) এনামুল হক (৩৭) মেজর (২৮) উজ্জল দাস (৩৫) কে ডেকে আনলে তারাও ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাটি তার আত্মীয়-স্বজনকে জানানোর পর শনিবার সকালে রুহিয়া থানায় মামলা করতে গেলে স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলী ও কিছু প্রভাবশালী ব্যক্তি মামলা না করার জন্য ভয়ভীতি দেখিয়ে বাড়িতে ফেরত পাঠিয়ে দেন।
অভিযুক্ত তান্ত্রিক ঝোল রুহিয়া মধুপুর এলাকার বাসিন্দা ও শামিম রুহিয়া মিশন রেলগেটম্যান পীরগঞ্জ লোহাগাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে, ছুটুর ছেলে এনামুল হক, ডাউহই ওরফে মনিরউদ্দীনের ছেলে মেজর, উজ্জল দাস পিতা: পাউলুস দাসের ছেলে উজ্জ্বল দাস। তারা রুহিয়া ঘনিবিষ্টপুর এলাকার বাসিন্দা।
সংরক্ষিত আসনের ইউপি সদস্য (সাবেক) বিনা রাণী জানান, এই গৃহবধু খুবই গরিব। একই এলাকার সাধক ঝোল তাকে বিভিন্ন লোভ দেখিয়ে মিশন রেল গেটে নিয়ে যায়। পরে গেটম্যানসহ চার যুবক তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে বর্তমান ইউপি সদস্য ইউসুফ আলী আমাদের বাধা প্রদান করেন আর সমাধানের জন্য দুই দিন সময় নেন। আজ রবিবার সন্ধ্যায় বসার কথা আছে। অন্যদিকে ইউপি সদস্য ইউসুফ আলীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।
রুহিয়া ঘনিবিষ্ণুপুর আওয়ামী লীগের সাধারন সম্পাদক তসলিম উদ্দিন বলেন, ইউসুফ মেম্বার ওই নারীকে মামলা করতে নিষেধ করেন সেই সাথে মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকা পয়সার প্রস্তাব দেন এবং তার ভাইয়ের বাসায় কয়েকদিন লুকিয়ে থাকার জন্য চাপ দেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, একটি মহিলার হারিয়ে যাওয়া, আবার পরের দিন সকালে খুজে পাওয়ার ঘটনা আমি শুনেছি। কিন্তু ধর্ষনের বিষয়টি আমি জানি না।
এ বিষয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোছাঃ সুলতানা রাজিয়া বলেন, শিশু সন্তানের সামনে গৃহবধূকে ধর্ষণের ঘটনাটি খুবই দুঃজনক। আমি খোঁজ নিয়ে পুলিশ পাঠাচ্ছি। স্থানীয়ভাবে সমাধানের জন্য ওই গৃহবধুর পরিবারকে চাপ দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ধর্ষণের ঘটনায় কোন সমাধান হয় না। যারা এই জঘন্য কাজ করেছে বা যারা সমাধানের জন্য চাপ দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।