১৫ বছর পরে ১৬ জানুয়ারি বাগাতিপাড়া পৌর নির্বাচন
- আপডেট সময় : ১২:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১ ২৪৪ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
দীর্ঘ ১৫ বছর পর আগামী বছর ১৬ জানুয়ারি নাটোরের বাগাতিপাড়ায় পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ চলতি বছরের ১৫ ডিসেম্বর, মনোনয়ন পত্র বাছাই ২০ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর এবং আগামী ১৬ জানুয়ারী ভোট অনুষ্ঠিত হবে।
এই পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনার খবরে ইতিমধ্যে এলাকার ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। সেই হিসাবে এই পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে প্রায় ১৫ বছর পর। এর আগে ২০০৪ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হওয়ার পর ২৬ জুলাই প্রশাসক হিসেবে দায়িত্ব পান মোশাররফ হোসেন। এরপর ২০০৬ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে চেয়ারম্যান পদে নিবার্চিত হন তিনি। পরে ২০০৮ সালে পদবী পরিবর্তন হয়ে মেয়র হন তিনি।
আরও জানা গেছে, ২০০৮ সালে মহাজোটের শরীক জাতীয় পার্টির তৎকালীন সাংসদ আবু তালহা বাগাতিপাড়া পৌরসভা বাতিল চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি আবেদন করেন। এরপর যাচাই-বাছাই শেষে বাগাতিপাড়া পৌরসভা না রাখার পক্ষে গেজেট প্রকাশিত হলে স্থানীয় একজন ব্যবসায়ী ২০১০ সালে হাইকোর্টে ওই গেজেটের বিরুদ্ধ আদালতে মামলা দায়ের করেন। এরপর থেকেই বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। ফলে এতদিন এই পৌরসভায় আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
পৌর এলাকার কয়েকজন নতুন ভোটার ১০ বছর আগে ভোটার হলেও একবারও পৌর নির্বাচনের ভোট দিতে পারিনি। এখন তফসিল ঘোষণার খবর শুনে ভোট দিতে পারবো ভেবে ভালো লাগছে।
পৌরসভার আরাজি মাড়িয়া মহল্লার মিজানুর রহমান খান মিন্টু বলেন, পৌরসভার এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন সংক্রান্ত জটিলতা কেটে গেল। এখন থেকে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হলে পৌরবাসীর সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে। ফলে পৌরসভার উন্নয়ন ভালো হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে বাগাতিপাড়া পৌরসভার নাম রয়েছে। সে অনুযায়ী আগামী ১৬ জানুয়ারী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পৌরসভায় ৯ টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ৮ হাজার ৪০১ জন।