১০ম গ্রেড বেতনের দাবিতে লালপুরে সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি

- আপডেট সময় : ১২:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ ৫৬ বার পড়া হয়েছে
১০ম গ্রেড বেতনের দাবিতে লালপুরে সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি
এস ইসলাম, স্টাফ রিপোর্টার
১০ম গ্রেড বেতনের দাবিতে লালপুরে সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি। ১০ম গ্রেডে বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নাটোরের লালপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির লালপুর উপজেলা শাখার আহবায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মোমিন শহীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক নেতা আকমল হোসেন,আবু বকর সিদ্দিক, শাহনুর ইসলাম, জান্নাতী তিথী, মিজানুর রহমান, রিতা দাস, মনিরুল ইসলাম, আব্দুল মতিন প্রমূখ। এসময় বক্তারা অবিলম্বে তাদের পদ মর্যদা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে(১০ম গ্রেডে)উন্নিত করার জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।