হেরোইন-ইয়াবাসহ মাদক এক কারবারী গ্রেফতার
- আপডেট সময় : ১১:০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
হেরোইন-ইয়াবাসহ মাদক এক কারবারী গ্রেফতার
রাজশাহী ব্যুরো:
হেরোইন-ইয়াবাসহ মাদক এক কারবারী গ্রেফতার। রাজশাহীতে হেরোইন ইয়াবাসহ মোঃ তোতা মিয়া (২৬) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বুধবার (২ মার্চ) দুপুরে মহানগরীর উপকন্ঠ বেলপুকুর থানাধীন কিসমত জামিরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল। এ সময় তার কাছ থেকে হেরোইন-৫৯৫ গ্রাম হেরোইন ও ইয়াবা-৪২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারী চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) র্যাবেব পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বুধবার (২ মার্চ) র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, মহানগরীর বেলপুকুর থানাধীন কিসমত জামিরা গ্রামে মাদক বিক্রির উদ্দেশ্যে এক ব্যাক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ মো. তোতা মিয়া নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
এব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মহানগরীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব। বৃহস্পতিবার সকালে বেলপুকুর থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এম এম মামুন,রাজশাহী।