হাটহাজারীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সং ঘ র্ষে মোটরসাইকেল আরোহী নি হ ত

- আপডেট সময় : ০৭:২৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে
হাটহাজারীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সং ঘ র্ষে মোটরসাইকেল আরোহী নি হ ত
চট্টগ্রামের হাটহাজারীতে কাভার্ড ভ্যান, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে সিরাজুল ইসলাম (৫৫) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৫ টার দিকে উপজেলার ফতেয়াবাদ ছড়ার কুল (বালুর টাল) চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সিরাজুল ইসলাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকার মৃত মনির হোসেনের ছেলে। তিনি হাটহাজারীতে শিকলবাহা ৫০ মেগাওয়াট পিকিং প্লান্টে মাস্টার রুলে কর্মরত ছিলেন। সেসুবাদে তিনি দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে হাটহাজারী পৌরসভা মুন্সি মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে রাউজান হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হাটহাজারীর ফতেয়াবাদ ছড়ার কুল (বালুর টাল) চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে স্বাভাবিকভাবে গাড়ি চলছিল। সামনে ছিল কাভার্ড ভ্যান তার পিছনে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন সিরাজুল ইসলাম এবং তার মোটরসাইকেলের পিছনে ছিল যাত্রীবাহী বাস। পথিমধ্যে হঠাৎ কাভার্ড ভ্যানের চালক ব্রেক করলে পিছনে থাকা মোটরসাইকেল কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে এবং যাত্রীবাহী বাসটি পিছন থেকে মোটরসাইকেল কে সজরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সিরাজুল ইসলামকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে রাউজান হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান (চট্ট-মেট্রো-১১৪৯৬৬), যাত্রীবাহী বাস (চট্ট-মেট্রো-ব-১১-১৪৪৩) এবং মোটরসাইকেল (চট্র-মেট্রো-হ-১৯-১৮৮২) জব্দ করেন এবং মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।