স্বল্প জনবল দিয়ে অপরাধ নিয়ন্ত্রনে পুলিশ কাজ করছে- পুলিশ সুপার নওগাঁ
- আপডেট সময় : ০৪:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২ ৩৩ বার পড়া হয়েছে
স্বল্প জনবল দিয়ে অপরাধ নিয়ন্ত্রনে পুলিশ কাজ করছে- পুলিশ সুপার নওগাঁ
রাণীনগর, নওগাঁ প্রতিনিধি:
স্বল্প জনবল দিয়ে অপরাধ নিয়ন্ত্রনে পুলিশ কাজ করছে- পুলিশ সুপার নওগাঁ। নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেছেন, আমাদের সমাজে প্রতিনিয়ত নানা ধরণের অপরাধ নিয়ন্ত্রনে পুলিশ যথাযথ ভাবে তার স্বল্প জনবল দিয়ে জনগণের জানমাল নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। কিন্তু সমাজ থেকে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের পাশাপাশি রাজনৈতিক নের্তৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সুশিল সমাজ, অভিভাবকসহ সর্বস্তরের জনগণের অংশিদারিত্বের মনোভাব নিয়ে পুলিশকে সহযোগীতা করলে অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণে কাজ করতে সহজ হবে।
আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পাঠিয়ে শিক্ষক আর পুলিশের উপর নির্ভর করে বসে থাকলে হবেনা। তাদের পিতা মাতা হিসেবে তারা কোথায় কি করছে, কার সাথে চলছে, কেন বেশি রাতে বাড়িতে ফিরে এসব দেখাশুনার দায়িত্ব আপনাদের। আপনারা যদি সন্তানদের মাদক সেবন কিম্বা যে কোন অপতৎপরতা থেকে নিয়ন্ত্রনে যদি পুলিশের প্রয়োজন হয় রাণীনগর থানার ওসির দপ্তর এবং আমার দপ্তর সবসময় আমার জন্য খোলা।
বিশেষ করে মাদক সেবন, বিক্রয়, ইভটিজিংকারির কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। বিট পুলিশিং কার্যক্রমগুলো প্রয়োজনে আরো জোরালো করা হবে।
তিনি শুক্রবার (২৫ মার্চ) বিকেলে রাণীনগর উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় মাঠে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রাণীনগর থানা পুলিশের আয়োজনে ও রাণীনগর থানারওসি মো: শাহীন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রাকিব, রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর নন্দিতা সরকার, সাব ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মকলেছুর রহমান বাবু, প্রমূখ।