সিরাজগঞ্জে মায়েদের সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
- আপডেট সময় : ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২ ৪৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে মায়েদের সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে মায়েদের সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ। দরিদ্র পরিবারের সদস্যদের পুষ্টি বৃদ্ধিকরণ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশসিরাজগঞ্জ সিডিপিতে নিউট্রিশন প্রজেক্ট-এর উদ্যোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে মায়েদের নিয়ে পুষ্টিরমানের জন্য খাদ্যাভ্যাস এবং শস্যের ব্যবহার সম্পর্কে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজক সংস্থা সিরাজগঞ্জ সিডিপি থর সম্মেলনকক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করেন।
সংস্থার প্রকল্প ব্যবস্থাপক মি. রেমন্ড কুইয়ার সভাপতিত্বে পুষ্টিবিদ ড. মোঃ এরফান উদ্দিন পুষ্টির মানের জন্য খাদ্যাভ্যাস এবং শস্যের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন।
এসময় প্রকল্প ব্যবস্থাপক মি. রেমন্ড কুইয়া বলেন, মায়েদেরকে খাদ্যের পুষ্টিমান সম্পর্কে শিক্ষা প্রদান করা এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে আমরা এ প্রশিক্ষণের আয়োজন করেছি।
সভায় আরো বক্তব্য প্রদান করেন প্রোগ্রাম ম্যানেজার মোঃ নাইমুর রহমান শোভন, নিউট্রিশন প্রজেক্ট অফিসার মোঃ আরমান আরিফিন ইসলাম, মেডিকেল অফিসার ডা. অলক চক্রবর্তী, হেলথ অফিসার আকাশ বড়ুয়া প্রমুখ।
কর্মশালা শেষে পুষ্টিবিদ ড. মোঃ এরফান উদ্দিন এর পরিচালনায় কুইজ পর্বের মধ্য দিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠান শেষ হয়। স্বাস্থ্যবিধি মেনে সর্বমোট ৭০ জন মা এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।