সিগারেটের আগুনে পুড়লো রাজুক ক্যাডেট একাডেমি’র পিকনিকের বাস!
- আপডেট সময় : ০৫:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
সিগারেটের আগুনে পুড়লো রাজুক ক্যাডেট একাডেমি’র পিকনিকের বাস!
নাটোর প্রতিনিধিঃ
সিগারেটের আগুনে পুড়লো রাজুক ক্যাডেট একাডেমি’র পিকনিকের বাস! পেছনের ছিটে বসে সিগারেট খাচ্ছিলেন ৫ বন্ধু। তাদের মধ্যে হাসিরহস্যের একপর্যায় হাতের সিগারেটের আগুন গিয়ে পড়ে সাউন্ড বক্সের ব্যাটারীর উপর। তাৎক্ষণিক আগুন ধরে যায় সেখানে। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে একেএকে সব ছিট জ্বলতে থাকে। এসময় বাসে থাকা সকল শিক্ষার্থীরা দৌড়ে নেমে পড়েন। ফলে সকলেই সুস্থ্য অবস্থায় থাকলেও পুড়ে যায় গোট বাস। খবর পেয়ে দমকলের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে আটটায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার তরমুজ তেলপাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঘটনাটি ঘটে।
গুরুদাসপুরের দমকল স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের কালিয়াকৈড় এলাকা থেকে রাজুক ক্যাডেট একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে বিসমিল্লাহ পরিবহনের দুটি বাস রিজার্ভ করে নাটোরের লালপুরে গ্রীণ ভ্যালি পার্কে পিকনিকে আসেন। ফেরার পথে তরমুজ পাম্প এলাকায় হঠাৎ একটি বাসে আগুন লেগে যায়। দ্রুত চালক বাসটি সড়ক থেকে পাম্পে প্রবেশ করালে সকল যাত্রী নিরাপদে নেমে যায়। পরে খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নেভায়।
বাসে থাকা ছাত্র আরাফাত, রণি, রাজন জানায় পেছনে বন্ধুরা সিগারেট খেকে গিয়ে অসাবধানতা বসতঃ ব্যাটারীর উপর আগুন ফেললে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তবু কপাল ভালো সবাই নিরাপদে নামতে পেরেছি।
সাউন্ড সিষ্টেম অপারেটর আতিকুর রহমান তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে রাজুক ক্যাডেট একাডেমির শংশ্লিষ্টরা কথা বলতে রাজি হননি।