সিংড়া সেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান, সম্পাদক মহন

- আপডেট সময় : ০৩:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ৬১ বার পড়া হয়েছে
সিংড়া সেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান, সম্পাদক মহন
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
সিংড়া সেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান, সম্পাদক মহন। নাটোরের সিংড়ায় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) ১২ টায় সিংড়া কোর্টমাঠে উপজেলা ও পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন শুরু হয়।
উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গৃহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেকলীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানভির শাকিল জয় এমপি, নাটোর জেলা ইশতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান সৈকত ও এডভোকেট বদরুদ্দোজা বকুল।
২য় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য উপজেলা শাখার সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মহন আলী এবং পৌর শাখার সভাপতি সৌরভ হোসেন সুজা ও সাধারণ সম্পাদক মাসুম রাব্বির নাম ঘোষনা করা হয়।