সংবাদ শিরোনাম ::
সিংড়ায় সড়ক দূর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ ২৫১ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক সমরেন্দ্র নাথ দেব নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা ব্রীজের উপর এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত সমরেন্দ্র নাথ দেব সিংড়ার বনকুড়ি গ্রামের মৃত নারায়ন চন্দ্র দেবের ছেলে এবং বিয়াস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সিংড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) নুর এ আলম সিদ্দিকি জানান, বেলা ১২ টার দিকে মোটরসাইকেল নিয়ে ব্রীজের উপর দিয়ে সিংড়ার দিকে যাচ্ছিলেন সমরেন্দ্র দেব। এ সময় ব্রীজের উপরে অজ্ঞাত কোন গাড়ীর সাথে তার মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।