সিংড়ায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ ২৬৮ বার পড়া হয়েছে
খলিল মাহমুদ, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল ধর্মের প্রতিনিধিগণ, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ছাত্র- শিক্ষক ও সাংবাদিক সহ সকল শ্রেণীর মানুষের সমন্বয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে এই সমাবেশে সকল শ্রেণীর মানুষ অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী, কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল, পুজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুব আলম বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব উল আলম, চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ভিপি সজিব ইসলাম জুয়েল, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি বনি ঈসরাইল বাপ্পি, সাধারণ সম্পাদক জুনায়েদ হাসান জয় সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ইমাম, মুফতি, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ।
সভায় বক্তারা বলেন, সিংড়ায় সম্প্রীতি বিরাজ করছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় সম্মিলিত ভাবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ হবার আহবান জানানো হয়।