সিংড়ায় দীপাশা’র ফ্রি মেডিকেল সেবা
- আপডেট সময় : ০৩:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ২৭৫ বার পড়া হয়েছে
খলিল মাহমুদ, নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের সিংড়ায় গত কাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে ফ্রি মেডিকেল সেবা দিয়েছে দীপাশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দীপ মেডিকেল সেন্টারের ডাঃ ফারজানা রহমান।দেশে যখন কিছু ডাক্তারদের কে নিয়ে সমালোচনা, ঠিক তখুনি মানবতার সেবায় এগিয়ে আসেন ডাঃ ফারজানা রহমান, বিভিন্ন গ্রামের অসহায়ের মাঝে কাপড় বিতরন, বিনা মুল্য ঔষুধ, দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষিত করতে আর্থিক সহযোগীতা করা থেকে শুরু করে সব ধরনের সেবা দেন ডাঃ ফারজানা রহমান, এ বিষয়ে তার কাছে জানতে চাইলে সে বলেন যে দুই দিনের দুনিয়াতে কে কখন পৃথিবী ছেড়ে চলে যাবে কে জানে তাই আমি মানুষের সেবা বাকি জীবন কাটাতে চাই,আমার যতোটুকু সামর্থ্য আছে তা থেকেই অসহায়ের পাশে থাকতে চাই।
সোমবার বিকাল ৩ ঘটিকা থেকে শুরু করে প্রায় ৬টা পর্যন্ত নওগাঁ জেলার আত্রাই উপজেলার ইসলামপুর গ্রামে এক শত রুগিকে ফ্রি চিকিৎসা দেন তিনি।তার এই মানব সেবা দেখে এলাকাবসি সবাই খুসি ।ভবিষৎ এ যেন আরও মানুষের সেবা করতে পারে তার জন্য এলাকাবসি দোয়া করেন।