ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে মিলনকে হত্যার পর মুক্তিপণ আদায় ছিল পূর্বপরিকল্পিত-ডিবি রাজশাহীতে বকেয়া বেতন পরিশোধসহসহ বিভিন্ন দাবিতে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বিক্ষোভ সেনাবাহিনী এদেশের মানুষের আশা ভরসার স্থল, দেশ প্রেমিক সেনাবাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে-দুলু তানোরে সুদের টাকা দিতে না পেরে ভুটভুটি চালকের আত্মহত্যা, সুদ কারবারি গ্রেপ্তার পঞ্চগড়ে জিনের মাধ্যমে গুপ্তধন এনে দেওয়ার প্রলোভন, দুই প্রতারক আটক মোহনপুরে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র সচিবকে অব্যাহতির দাবি পঞ্চগড়ে সেহেরিতে মাইক বাজানো নিয়ে মাদ্রাসায় হামলা ছাত্রসহ আহত ২৬, মাদ্রাসা খানাকা ভাংচুর, থানায় মামলা দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লালপুরে এসএসসি-৯২ ব্যাচের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নাটোরে মসজিদভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম কর্মকর্তা-কর্মচারীর মানববন্ধন
সিংড়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত দুই; আহত তিন!

সিংড়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত দুই; আহত তিন!

নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত দুই; আহত তিন! নাটোরের সিংড়ায় ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক সহ ২ জন নিহত হয়েছে। এসময় আরো ৩ জন যাত্রী আহত হয়েছে।

সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকেব নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক আব্দুল আজিজ (৩০) সিংড়া উপজেলার বিয়াস গ্রামের আইনাল হকের ছেলে। অপর নিহত যাত্রী আব্দুল কুদ্দুস (৪২) একই উপজেলার পাকুরিয়া গ্রামের জফিল উদ্দিন কবিরাজের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইজিবাইক চালক আব্দুল আজিজ সিংড়া উপজেলার বিয়াস বাজার থেকে যাত্রী নিয়ে সিংড়া শহরে যাওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় বিপরীত মুখি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইজিবাইক চালক ঘটনাস্থলেই মারা যায়। আহত চারজন কে উদ্ধার কওে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার আহত যাত্রী আব্দুল কুদ্দুক কে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনকে উপজেলা হাসপাতাল ও অপর দু’জনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।