সিংড়ায় গার্মেন্টসকর্মীকে ধর্ষনের অভিযোগ গ্রেফতার-১

- আপডেট সময় : ০২:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ ২৯৪ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় এক গার্মেন্টসকর্মীকে ধর্ষনের অভিযোগে আবু সাঈদ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার রাতে ঢাকা থেকে নিজ বাড়ি সিংড়া উপজেলার বিনাহাট গ্রামে ফেরার পথে ওই গার্মেন্টসকর্মী ধর্ষনের শিকার হয় বলে জানা গেছে। এব্যাপারে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সিংড়া থানায় মামলা হলে পুলিশ ধর্ষনের অভিযোগে আটক করে।
আটক আবু সাঈদ নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় কর্মরত সিংড়া উপজেলার সকাশ ইউনিয়নের বিনহাট গ্রামের ওই গার্মেন্টকর্মী ছুটিতে বুধবার রাতে নিজ বাড়িতে আসছিলেন। রাতে সিংড়া উপজেলা বাসস্ট্যান্ডে এসে নামেন। চলনবিলের দুর্গম এলাকায় বাড়ি হওয়ায় রাতে বাড়ি ফিরতে ভয় পাচ্ছিলেন ওই গার্মেন্টকর্মী। এসময় বাসস্ট্যান্ডে পরিচয় হয় সিংড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসা অভিযুক্ত আবু সাঈদের সাথে। উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচয়ের পর ধর্মবোন পাতিয়ে আবু সাঈদ তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে নির্জন স্থানে তাকে জোর করে ধর্ষণ করে আবু সাঈদ। এসময় মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় ভিকটিম বৃহস্পতিবার সকালে থানায় একটি মামলা রুজু হলে সন্দেহভাজন আবু সাঈদকে গ্রেফতার করা হয়। ভিকটিমকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।