সিংড়ায় অসুস্থ কৃষকের পরিবারকে উচ্ছেদ করার অপচেষ্টা
- আপডেট সময় : ০৪:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১ ১২৩ বার পড়া হয়েছে
খলিল মাহমুদ, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় ছাতারদিঘী ইউনিয়ন এর মির্জাপুর গ্রামে কৃষক শহিদুল ইসলামের পরিবারকে বসত ভিটা থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালীরা। দীর্ঘদিন থেকে কৃষক শহিদুল কে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য ষড়যন্ত্র চালিয়ে আসছিলো।
জানা যায়, গত ২৬ নভেম্বর মান্নাফ, মেহেদী, আলহাজ্ব, রকিম এর নেতৃত্বে ১২/১৫ জন সংঘবদ্ধ বেআইনি অস্ত্র সজ্জিত হয়ে শহিদুলের বাড়িতে হামলা করে। এসময় কৃষক শহিদুলের উপর্যুপরি মেরে দু পা ভেঙ্গে ফেলে, শহিদুল এর ছেলে আরিফ, তাঁর স্ত্রী জেসমিন, আরিফের বোন সবিতা কে মেরে রক্তাক্ত করে ফেলে। তাদের কে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর জখম করা হয়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে সিংড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন শহিদুল ইসলামের পুত্র আরিফ।
শহিদুল এর স্ত্রী আন্জুয়ারা বেগম জানান, পুর্ব পুরুষ থেকে আমরা বসবাস করে আসছি। কিন্তু আসামীরা আমাদের ভিটা মাটি থেকে উচ্ছেদ করার জন্য এর আগে আমাকে মারপিট করে, খরের পালায় আগুন দেয়। বাড়ির মিটার কেটে দেয়, এভাবে আমাদের পরিবারের উপর নির্যাতন করা
হচ্ছে। আমার স্বামী বাড়িতে মৃত্যু শয্যায়, আমরা কোনো ন্যায় বিচার পাইনি।
তিনি আরো বলেন, আমার মেয়ে ৯ মাসের গর্ভবতী। আমার মেয়ের পেটে আঘাত করায় তাঁর বাচ্চা নষ্ট হয়ে যাবার পথে।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।