সংবাদ শিরোনাম ::
সিংড়ায় অপরাজিতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১ ২৭৯ বার পড়া হয়েছে
রাজু আহমেদ, (সিংড়া) নাটোরঃ
নাটোরের সিংড়ায় রাজনৈতিক দলে নারীদের ৩৩% অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে অপরাজিতা প্রকল্পের আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় সিংড়া উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক নারী অংশগ্রহন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নারী উন্নয়ন ফোরাম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, ইউপি সদস্য রুনা লায়লা, সালমা খান বেবি, সাজিয়া সুলতানা, খাদিজা, সালমা প্রমুখ।
উপস্থাপনা করেন, অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী সৈয়দা তাহেরা খানম।
পরে সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।