সিংড়াকে ৭ দিনের মধ্যে মাদকমুক্ত করতে হবে- প্রতিমন্ত্রী পলক
- আপডেট সময় : ০৪:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
সিংড়াকে ৭ দিনের মধ্যে মাদকমুক্ত করতে হবে- প্রতিমন্ত্রী পলক
খলিল মাহমুদ সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
সিংড়াকে ৭ দিনের মধ্যে মাদকমুক্ত করতে হবে- প্রতিমন্ত্রী পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মাদক সকল অপরাধের মুল। এই মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। পুলিশ বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিক বন্ধুদের তালিকা দেখে ব্যবস্থা নেয়া হবে।
কোনো মাদক ব্যবসায়ীর কাছ থেকে পুলিশের কোনো সদস্য সুবিধা না নেয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। তিনি ৪ টি জেলার সমন্বয়ে সকল অপরাধ নিয়ন্ত্রণে সভা করার নির্দেশনা দেন। নান্দনিক, মানবিক সিংড়া গড়ে তুলতে হবে।
সোমবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী সহ ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।