সিংড়া মাদ্রাসা মোড়ে খালে জমে থাকা ময়লা পরিষ্কারে প্রশাসন
- আপডেট সময় : ০১:৩৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
সিংড়া মাদ্রাসা মোড়ে খালে জমে থাকা ময়লা পরিষ্কারে প্রশাসন
নাটোরের সিংড়া মাদ্রাসা মোড় সুবর্ণ সরোবর সংলগ্ন হাট সিংড়া খালে জমে থাকা ময়লা আবর্জনা স্তুপ পরিস্কারে উপজেলা প্রশাসন। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, সিংড়া মাদ্রাসা মোড়ের হাট সিংড়া খালে জমে থাকা ময়লা আবর্জনার স্তুপ পরিস্কারের জন্য পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ও এস্কেভেটর (ভেকু) সহযোগিতায় কাজ শুরু করেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে ইউএনও বলেন আমি সিংড়া উপজেলা প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই মাদ্রাসা মোড়ের হাট সিংড়া খালে জমে থাকা এই ময়লার স্তুপ চোখে পড়ে, এবং তখন থেকেই চিন্তা করছিলাম প্রথমেই আমি এই কাজটা করব। কারণ এটা সিংড়ার প্রধান রাস্তা। এই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছেলে মেয়েরা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এই রাস্তা দিয়েই চলাচল করে। এই ময়লা আবর্জনার সবসয় দুর্গন্ধ ছড়ায় যেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেজন্য মূলত এই কাজটা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিনি আরও বলেন এটা ছাড়াও যদি অন্য কোথাও যদি এমন ময়লা আবর্জনা স্তুপ থাকে তাহলে জানাবেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী ভূমি অফিসার মোঃ গোলাম রাব্বানী সরদার, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি এমরান আলী রানা, স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সৌরভ সোহরাব,
আবু জাফর, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ, রাজু আহমেদসহ প্রমুখ।