সিংড়ায় সাড়ে ৩৭ কেজি গাঁজা ও ৫২ হাজার টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- আপডেট সময় : ০৯:১৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
সিংড়ায় সাড়ে ৩৭ কেজি গাঁজা ও ৫২ হাজার টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরের সিংড়ায় সাড়ে ৩৭ কেজি গাঁজা ও ৫২ হাজার টাকাসহ তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর একটি দল। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নিংগইন এলাকা থেকে গাঁজা ও নগদ টাকাসহ তাদের গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা গ্রামের সুরমান আলীর ছেলে ৩০ বছরের ফারুক মিয়া, একই গ্রামের সুজন মিয়ার ছেলে ২২ বছর বয়সী আকাশ আলী এবং লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ গ্রামের মৃত হাসেম আলীর ছেলে ২৫ বছর বয়সের রানা মিয়া। শনিবার (১৯ অক্টোবর) র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে পাটানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর ক্যাম্পের র্যাব জানতে পাড়ে নাটোর-বগুড়া মহাসড়কে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে করে মাদক দ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে জেলার সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় মাদক বিরোধী অভিযানের জন্য চেকপোষ্ট পরিচালনা করে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের এর একটি টিম। এসময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশী চালিয়ে তার ভিতর থেকে সাড়ে ৩৭ কেজি গাঁজা, নগদ ৫২ হাজার ১৭০ টাকাসহ আকাশ আলী, ফারুক মিয়া ও রানা মিয়া নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিংড়া থানায় সোপর্দ করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে সিংড়া থানা সূত্রে জানা যায়, শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।