সিংড়ায় বিপ্লব ও সংহতি দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
সিংড়ায় বিপ্লব ও সংহতি দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নাটোরের সিংড়ায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কোর্ট মাঠ এলাকায় গিয়ে শেষ হয়।সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পার্টি অফিসে এসে জড়ো হন।
উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আয়োজিত, কয়েক হাজার দলীয় নেতাকর্মী-জনতার উপস্থিতিতে এ মিছিলের নেতৃত্বে ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
পরে, কোর্ট মাঠ এলাকায় সিংড়া পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামীম হোসেন ভিপি এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন, শারফুল ইসলাম বুলবুল,পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, রুহুল আমিন, উপজেলা বিএনপির অন্যতম সদস্য ইব্রাহিম খলিল ফটিক,বজলার রহমান বাচ্চু, নইমুদ্দিন মন্টু, রিয়াদ মোস্তফা, শরিফুল হাসান মৃধা,জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের শাহাদাত হোসেন মিন্টু, ওলামা দলের মাওলানা আসাদ প্রমুখ।