সিংড়ায় ধান বোঝাই ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্র নিহত!

- আপডেট সময় : ০৫:১৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
সিংড়ায় ধান বোঝাই ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্র নিহত!
বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরের সিংড়ায় ধান বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে আরমান নামের ১৫ বছর বয়সী এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে । ৭ মে মঙ্গলবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র আরমান আলী সিংড়া পৌর এলাকার উত্তর দমদমা মহল্লার মোঃ গোলাম মোস্তফার ছেলে। সে সিংড়া দমদমা পাইলট হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে উপজেলার ছোট চোউরগাড়ি বিলে আরমানদের জমির ধান কাটা ছিলো। সেই ধান আনার জন্য আরমান তার মামার ট্রাক্টর নিয়ে সে নিজেই বিলের কাটা ধান আনতে যায়। ধান বোঝাই করে ফিরার সময় বিলের রাস্তা থেকে মূল সড়কে ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায় এবং সে ট্রাক্টর থেকে ছিটকে ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা তিনজন ধানকাটা শ্রমিকও আহত হন। পরে খবর পেয়ে ঘটস্থল পরিদর্শন করে থানা পুলিশ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরটি উদ্ধার করতে পারেনি। নিহত আরমানের পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।