সিংড়ায় থানা চত্বরে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
সিংড়ায় থানা চত্বরে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত
নাটোরের সিংড়ায় থানা চত্বরে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় সিংড়া থানা কর্তৃক আয়োজনে ওপেন হাউস-ডে পালিত হয়। অত্র থানার এস আই মহসিন এর সঞ্চালনায় অফিসার ইনচার্জ আসমাউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এস পি মারফত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ এস পি সঞ্জয় কুমার, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আঃ ছালাম, ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান কমিটির সভাপতি শ্রী চান মোহন হালদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলয়াত করেন অত্র মসজিদের ইমাম হাফেজ ইসাহাক আলী, পবিত্র গিতা পাঠ করেন শ্রী শীব শঙ্কর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ৫ই আগস্টের আগের পুলিশ আর ৫ইং আগস্টের পরের পুলিশের পোশাক এক হলেও চরিত্রে ও আচরণে পুরোপুরি আলাদা কারণ তখনকার সরকার প্রধান নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য পুলিশদের ব্যবহার করেছিল যার জন্য প্রশাসনকে সাধারণ মানুষ ভয় পেত কিন্তু এখন পুলিশ মানেই জনগণের বন্ধু।
এছাড়াও পুলিশ সুপার উপস্থিত জনসাধারণের নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন আপনাদের বক্তব্যে যেসব বিষয় উঠে এসেছে তার সমাধান হবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যদি সিংড়ায় ব্যর্থ হন তো সরাসরি আমার কাছে যাবেন আমি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ শুনে সমাধান করে দিব। কিন্তু আপনারা জমি জমা বা লেনদেন বা যে কোন বিষয় নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল না করে আমাদের কাছে আসুন যদি সম্ভব হয় তো বিনা খরচে মীমাংসা করে দিব।
পরিশেষে তিনি বলেন ইদানিং যে হারে আমাদের সমাজে আত্মহত্যার প্রবণতা দেখা দিয়েছে এটাকে রোধ করতে হবে। প্রয়োজন আপনারা মহল্লার মসজিদের ইমাম দের দ্বারা কথা বলাবেন যাতে পরিবারের অভিভাবকরা নিজ নিজ পরিবারের সদস্যদের কাছে বলতে পারে যে আত্ম হত্যা মহা পাপ ইহকাল ও পরকালের শাস্তি ভোগ করতে হবে। আর আত্ম হত্যাকারীদের লাশ ময়না তদন্ত ছাড়া দাফন হবে না এই ব্যপারে কাউকে কোন ছাড় দেওয়া হবে না। প্রধান অতিথির বক্তব্যের পরে থানা ইনচার্জ আসমাউল হক উপস্থিত সকলকে প্রোগ্রাম সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সমাপ্ত করেন।