সিংড়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর হাতে আটক

- আপডেট সময় : ০৭:১৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
সিংড়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর হাতে আটক
নাটোরের সিংড়ায় ২৫ গ্রাম গাঁজাসহ লাইলী আক্তার (৩১) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার কলম বাজার এলাকায় গাঁজা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করে সেনাবাহিনী। আটক লাইলী আক্তার ওই এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পায় বৃহস্পতিবার রাতে নাটোর জেলার সিংড়া উপজেলার কলম বাজার এলাকায় বিক্রির জন্য লাইলী আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ী নিজের কাছে মাদকদ্রব্য গাঁজা রাখেছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাজার এলাকায় মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল। অভিযানে তাকে আটক করে তার দেহ তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।