সাগর-রুনির হত্যাকান্ডের আসল ঘটনা সামনে আনতে দেওয়া হয়নি- ড.মীর নুরুল ইসলাম
- আপডেট সময় : ০২:২৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
সাগর-রুনির হত্যাকান্ডের আসল ঘটনা সামনে আনতে দেওয়া হয়নি- ড.মীর নুরুল ইসলাম
বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর জেলার আমীর অধ্যাপক ড.মীর নুরুল ইসলাম বলেছেন, সাগর-রুনির হাতে ছিলো বিডিআর হত্যাকান্ডের নথিপত্র, ১১২ বার তদন্ত পিছিয়ে দেওয়া হইছে,আসল ঘটনা জনগনের সামনে আনতে দেওয়া হয়নি। ড্যামি প্রার্থী দিয়ে নির্বাচন করা হয়েছে। আমাদের এই দেশকে একটি সুন্দর সর্বজনীন ইনসাফ ভিত্তিক কল্যাণ কল্যাণমূল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে কোন দুর্নীতি থাকবেনা, চাঁদাবাজি থাকবেনা, সন্ত্রাস থাকবে না। মঙ্গরবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড.মীর নুরুল ইসলাম আরও বলেন, বিগত আন্দোলনে ফ্যাসবাদি সরকারের সরকার পতন হয়েছে। এদেশ থেকে বিতাড়িত হয়েছে। তারা এমন কোন অন্যায় নাই করে নাই। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বাংলাদেশ জামাযাতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের, অসংখ্য মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। যা ইতিহাসে বিরল। পৃথিবীর ইতিহাসে তারা কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। তারা উন্নয়নের কথা বলে দেশের সবকিছু ধ্বংস করেছে। বাংলাদেশ জামাতে ইসলাম, ছাত্র শিবির কোন অন্যায় কাজে লিপ্ত হয় না।
নলডাঙ্গা উপজেলা জামায়াতে আমীর মোঃ আব্দুর রব এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী ডাঃ মোঃ ফজলুর রহমান এর পরিচালনা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও নাটোর-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ইউনুছ আলী, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, সহকারী সেক্রেটারী মোঃ আতিকুল ইসলাম রাসেল প্রমূখ।
এ সময় দলটির নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত জনগনের উদ্দেশ্য করে বলেন, নাটোর সদর-নলডাঙ্গা আসনের জন্য জননেতা অধ্যাপক ইউনুস আলীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীতে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।