ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের অর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: কামাল আহমেদ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকদের অর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: কামাল আহমেদ

সাংবাদিকদের অর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা আশা করা যায় না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টারাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিনি বলেন, অষ্টম ওয়েজ বোর্ডের ফলে গণমাধ্যমের মালিকরা লাভবান হলেও সংবাদকর্মীদের অবস্থার কোন পরিবর্তন হয়নি। সরকারের পাশাপাশি এই দুর্নীতিতে গণমাধ্যমের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদেরও ভূমিকা আছে। ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলেও তা বাস্তাবায়ন দেখিয়ে সাংবাদিক নেতারা স্বাক্ষর দিয়েছেন।

সাংবাদিকদের নুন্যতম শিক্ষাগত যোগ্যতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় গণমাধ্যমের সংখ্যার যে বিস্ফোরণ ঘটেছে, তার চাহিদা নিয়ে প্রশ্ন রয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আগামীতে যে সরকারই আসুক তাদের কাজে আসবে। সেই লক্ষ্যেই সংস্কার কমিশন সুপারিশমালা তৈরি করছে।

সভায় উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, মোস্তফা সবুজ প্রমুখ। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিকদের অর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: কামাল আহমেদ

আপডেট সময় : ০১:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

সাংবাদিকদের অর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: কামাল আহমেদ

সাংবাদিকদের অর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা আশা করা যায় না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টারাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিনি বলেন, অষ্টম ওয়েজ বোর্ডের ফলে গণমাধ্যমের মালিকরা লাভবান হলেও সংবাদকর্মীদের অবস্থার কোন পরিবর্তন হয়নি। সরকারের পাশাপাশি এই দুর্নীতিতে গণমাধ্যমের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদেরও ভূমিকা আছে। ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলেও তা বাস্তাবায়ন দেখিয়ে সাংবাদিক নেতারা স্বাক্ষর দিয়েছেন।

সাংবাদিকদের নুন্যতম শিক্ষাগত যোগ্যতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় গণমাধ্যমের সংখ্যার যে বিস্ফোরণ ঘটেছে, তার চাহিদা নিয়ে প্রশ্ন রয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আগামীতে যে সরকারই আসুক তাদের কাজে আসবে। সেই লক্ষ্যেই সংস্কার কমিশন সুপারিশমালা তৈরি করছে।

সভায় উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, মোস্তফা সবুজ প্রমুখ। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।