সব সম্প্রদায়ের মানুষকে আমাদেরই নিরাপত্তা দিতে হবে-মামুনুল হক
- আপডেট সময় : ০১:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
সব সম্প্রদায়ের মানুষকে আমাদেরই নিরাপত্তা দিতে হবে-মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে যে বিজয় হয়েছে তা আমাদের ধরে রাখতে হবে। দেশে সাম্প্রদায়িকতাসহ কোনও ধরনের সহিংসতা করা যাবে না। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। বৈষম্যহীন একটি সমাজ গড়তে সব সম্প্রদায়ের মানুষকে আমাদেরই নিরাপত্তা দিতে হবে। তাই সহিংসতা কিংবা দেশবিরোধী সব ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
রবিবার ১৫ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় স্টেডিয়াম মাঠে নৈরাজ্য প্রতিরোধ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণ সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জাতিসংঘের মাধ্যমে বন্দিচুক্তির বিনিময়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি ও জানান তিনি।
মামুনুল হক আরও বলেন, আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কোনো বিদেশি রাষ্ট্রের প্রভুত্ব থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আমাদের এই দেশ সম্প্রীতির ইতিহাস বহন করে। আমরা এই সম্প্রীতির বন্ধন অটুট ও অবিচল রাখতে চাই। আওয়ামী লীগ সরকার সব সময় সংখ্যালঘুদের রাতের অন্ধকারে ছোবল মারতো, আর দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তো।