সংবাদ শিরোনাম ::
সবজি কিনতে গিয়ে গ্রেপ্তার হলেন সাংবাদিক মুন্নী সাহা!
নিউজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৫:২৭:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
সবজি কিনতে গিয়ে গ্রেপ্তার হলেন সাংবাদিক মুন্নী সাহা!
ঢাকায় সাধারণ জনতার হাতে সে আটক সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সাধারণ জনতা তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেফাজতে নেয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর কারওয়ান বাজারে সবজি কিনতে গিয়ে স্থানীয় জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে সেখানে পুলিশ গেলে তাদের হাতে মুন্নীকে তুলে দেয় জনতা। ওসি আরও জানান, সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নিরাপত্তার স্বার্থে জনতার কাছে থেকে তাকে উদ্ধার করে ডিবিতে হস্তান্তর করা হয়েছে।