সড়ক দুর্ঘটনা এড়াতে দিনাজপুর বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনা
- আপডেট সময় : ০২:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনা এড়াতে দিনাজপুর বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনা
লিটন হোসেন আকাশ, দিনাজপুর প্রতিনিধিঃ
ঈদ পরবর্তী সময়ে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশের ন্যায় দিনাজপুরেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) এর সচিব ও চেয়ারম্যানের নির্দেশনায় দিনাজপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ ও দিনাজপুর বিআরটিএ এর যৌথ আয়োজনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দিনাজপুর শহরের মহাসড়ক রোড ফুলবাড়ী বাসষ্ট্যান পলিটেকনিক্যাল মোড় ও শহরের সদর হাসপাতাল মোড়ে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন দিনাজপুর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ জয়নাল আবেদীন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, দিনাজপুর বিআরটিএ’র মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ খুলুদ হাসান, সার্জেন পশিরুল ইসলাম প্রমুখ।
দিনাজপুর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ জয়নাল আবেদীন জানান, ঈদ শেষে সড়ক দুর্ঘটনা এড়াতে এই অভিযানের সিদ্ধান্ত নেয় বিআরটিএ। মহাসড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রন, ট্রাক ও পিকআপে মানুষ চলাচল, বাসের ছাদে মানুষ উঠা-নামা ও অযান্ত্রিক যান চলাচল বন্ধে সারা বাংলাদেশে এক যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে।
বিআরটিএ’র মেকানিক্যাল এসিস্ট্যান্ট সার্কেল অফিসার মোঃ খুলুদ হাসান জানান, মোটরযানের অতিরিক্ত গতি এবং মালবাহী গাড়িতে যাত্রীবহন ইত্যাদি অনিয়মের কারণে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং অভিযান জোরদার করে এসব অনিয়ম বন্ধ করে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব।
এ সময় কয়েটি বাস ও ট্রাকের হাইড্রলীক হর্ন জব্দসহ পৃথক মামলা দেয়া হয় এবং সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়।