সকালে দুর্ঘটনা দুপুরে “শারুফ’র” মৃত্যু
- আপডেট সময় : ১০:১৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১ ৭৪৮ বার পড়া হয়েছে
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় শারুফ (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
রোববার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চক গোয়াশ দক্ষিণ পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহারুফ উপজেলার চক গোয়াশ পূর্ব পাড়া গ্রামের মোঃ রাজদুলের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে টুথব্রাশ মুখে নিয়ে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী একডালা বাজার যাওয়ার পথে চক গোয়াশ দক্ষিণ পাড়া মসজিদের কাছে অপরদিক থেকে আশা বাইসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শারুফ ও বাইসাইকেল চালক আব্দুল্লাহ (১৫) গুরুত্ব আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারুফের অবস্থা আশংকাজনক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। আর আব্দুল্লাহ উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
ঘটনার নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ মকবুল হোসেন বাদশা।
আজ সন্ধ্যার পরে নিহত শারুফের দাফন সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন তার চাচা আকাশ।