শোকের মাসে সাবেক সিংড়া ছাত্রলীগ নেতার ব্যতিক্রম উদ্যোগ!
- আপডেট সময় : ০৭:১৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২ ৪১ বার পড়া হয়েছে
শোকের মাসে সাবেক সিংড়া ছাত্রলীগ নেতার ব্যতিক্রম উদ্যোগ!
রাজু আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ
শোকের মাসে সাবেক সিংড়া ছাত্রলীগ নেতার ব্যতিক্রম উদ্যোগ! নাটোরের সিংড়ায় পৌর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাসিম সজিব শোকের ধারাবাহিতায় আগষ্ট মাস জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনায় নিজ উদ্যোগে শতাধিক পথচারী, অসহায় ছিন্নমুল মানুষ ও ভিক্ষুকদের দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করেছেন।
এ প্রতিনিধি কে তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ও সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌসের নির্দেশনায় পুরো আগষ্ট মাস জুড়ে দুপুরে দুঃস্থ ও অসহায় মানুষকে আপ্যায়ন করেছি। তাদের মুখে হাসি ফোটানের জন্য আমার এ পদক্ষেপ। কারন বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা, সোনার মানুষ। তিনি সবসময় শোষিত মানুষের পক্ষে থেকে সংগ্রাম করে গেছেন।