শেরপুর জেলার ন্যায্য উন্নয়নের দাবীতে নাগরিক মানববন্ধন

- আপডেট সময় : ০৮:২০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
শেরপুর জেলার ন্যায্য উন্নয়নের দাবীতে নাগরিক মানববন্ধন
“উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আসুন একসাথে দাঁড়ায়, দাবী আদায়ে আওয়াজ তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ন্যায্য উন্নয়নের দাবীতে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে পৌর শহরের অষ্টমীতলা থেকে খোয়ারপাড় শাপলা চত্তর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কের দু’পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শেরপুর প্রেসক্লাবের আয়োজনে স্মরণকালের বিশাল এই মানববন্ধনে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনটি জনস্রোতে রুপ নেয়। মানববন্ধন চলাকালে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে সুবিধা বঞ্চিত ও পিছিয়েপড়া শেরপুর জেলাকে এগিয়ে নিতে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন,স্বাস্থ্য সেবা, কৃষি ও শিল্প, যোগাযোগ এবং পর্যটনের বিকাশের দাবী জানিয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন।