শেরপুরে সেনাবাহিনী যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
- আপডেট সময় : ০১:৩১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
শেরপুরে সেনাবাহিনী যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে বুধবার (১৩ নভেম্বর) গভীররাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরপুর আর্মি ক্যাম্প হতে একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মেজর তাওসীফ এর নেতৃত্বে ক্যাপ্টেন নাহিয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরাস সহ একটি সেনাবাহিনীর টহল দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ মাদকদ্রব্য নিয়ন্ত্রকের একটি চৌকস টিমের এএসআই আবু সুফিয়ান তরফদার, এএসআই মোছাঃ উম্মে তাসনীমা সরকার, সিপাহি অনিক মল্লিক, আশরাফুল ইসলাম, রাশেদ মাহমুদ ও আসাদুজ্জামান ও সদ্য যোগদান কৃত সিপাহি আজিজুল হাকিম, আবু নোমান ও হালিমাসহ দলটি অভিযানে যায়।
উক্ত অভিযানে শেরপুর জেলার সদর উপজেলার মুন্সীরচর পশ্চিম পাড়া এলাকার মোঃ সুমন (৩২) পিতাঃ মৃতঃ জামাল উদ্দিন এর বাড়িতে তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করে।অস্ত্রগুলোর মধ্যে ছিল চাইনিজ কুড়াল-৩ টি, চাপাতি-২ টি, রামচাকু১টি,ভল্লম- ১ টি, নাকেল-১টি, ড্রোন-১ টি।
আসামি মোঃ সুমন (৩২) ও মোঃ বাবুল মিয়া (৪০) ২ জনই পলাতক রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষথেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানায়।