শেরপুরে নালার পানিতে ডুবে দুই জমজ বোনের মৃত্যু!

- আপডেট সময় : ০৩:১৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
শেরপুরে নালার পানিতে ডুবে দুই জমজ বোনের মৃত্যু!
শেরপুরে নালার পানিতে ডুবে নিলা ও শীলা নামে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। তারা দুই বোনই স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষার্থী। নিহতদের বাবা একজন রিক্সা চালক।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সকলের অজান্তে ৫ বান্ধবী মিলে বাড়ির পাশের একটি নালায় গোসল করতে যায়।গোসল করাবস্থায় জমজ দুই বোন নিলা ও শিলা সহ আরো একজন জন পানিতে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে ওই নালা থেকে তাদেরকে দ্রুত উদ্ধার করে।উদ্ধারকৃত ওই ৩ জনের মধ্যে নিলা ও শীলা মৃত্যুবরণ করে।এদিকে অপর একজনকে গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইদুল আলম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।