শেরপুরে চোরাই ইজিবাইক, অটোরিক্সা, অটোভ্যান উদ্ধার, গ্রপ্তার ৩

- আপডেট সময় : ০৩:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
শেরপুরে চোরাই ইজিবাইক, অটোরিক্সা, অটোভ্যান উদ্ধার, গ্রপ্তার ৩
বগুড়ার শেরপুরে চোরাই ইজিবাইক, অটোরিক্সা, অটোভ্যান উদ্ধার করা সহ চোরচক্রের তিন সদস্যাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (২০ অক্টোবার) রাত পৌনে তিনটায় শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়া এলাকা থেকে দুইজনকে এবং সকাল ৬টার দিকে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন হাজারাবাড়ী গ্রাম থেকে একজন কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- শেরপুর উপজেলার শেরুয়া দহপাড়া গ্রামের মোঃ রুবেল ওরফে রুপিনের ছেলে মোঃ মনির (৩১), উলিপুর গ্রামের মোঃ জুয়েল রানার ছেলে মোঃ আবু জাফর (৩২) এবং শাজাহানপুর থানা এলাকার ভান্ডার পাইকা গ্রামের মোঃ আবু তালেবের ছেলে মোঃ আবু হানিফ ওরফে সোহাগ (৩৫)। রোববার (২০ অক্টোবর) শেরপুর থানা থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম মামলার বরাৎ দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের মোঃ শাজাহান আলীর ছেলে অটো রিক্সা চালক মোঃ আব্দুস সালাম তার ডয়েডো ইয়েন্ডি নিউ মডেল মিশু গাড়ী (অটো রিক্সা) নিয়ে প্রতিদিনের মতো ভাড়া মারার জন্য চলতি মাসের ১০ তারিখ সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হন। পরে দুপুরের খাবার খাওয়ার জন্য দুপুর ১২ টার দিকে তার বাড়ির পাশে পাকা রাস্তা সংলগ্ন ফুটপাতের উপর অটো রিক্সাটি রেখে বাড়ির ভিতরে খেতে যান। খাওয়া শেষ করে এসে দেখেন সেখানে তার রিক্সাটি নেই। এবিষয়ে রিক্সা চালক মোঃ আব্দুস সালাম অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে শেরপুর থানায় অটো রিক্সা চুরির সংক্রন্ত একটি মামলা দায়ের করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই মামলা আমলে নিয়ে চোরাই অটো রিক্সা উদ্ধার ও চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে শেরপুর থানা পুলিশ। অভিযানের এক পর্যায়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ রবিউল ইসলাম তথ্য প্রযক্তির সহায়তায় মনির ও আবু জাফরকে চোরাই সন্দিগ্ধ হিসেবে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা, (ব্যাটারী বিহীন) ও একটি ব্যাটারি চালিত অটো ভ্যান শেরপুর পৌর এলাকার উত্তর সাহাপাড়া থেকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ থানাধীন হাজারাবাড়ী গ্রামের জনৈক মোঃ আবু তাহের প্রামানিকের বাড়ি থেকে আব্দুস সালামের চোরাই যাওয়া অটো রিক্সাটি উদ্ধারসহ আবু হানিফ ওরফে সোহাগকে গ্রেপ্তার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, অটো রিক্সা, অটো ভ্যান ও ইজিবাইক চোর চক্রের গ্রেপ্তারকৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর, ছিনতাইকারী। তাহাদের প্রকাশ্যে কোন আয়ের কোন উৎস নাই।