শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে নবজাতক কন্যা শিশু চুরি

- আপডেট সময় : ১২:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে নবজাতক কন্যা শিশু চুরি
শেরপুর জেলার পৌর শহরের বটতলা বেসরকারী ইউনাইটেড হাসপাতাল থেকে তিনদিন বয়সী এক নবজাতক কন্যা শিশু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ জুন) সকালে এ ঘটনা ঘটে। এই ঘটনায় শেরপুরে তোলপাড় শুরু হয়েছে।
ভূক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার চাপাতলী মহল্লার মাংস ব্যবসায়ী মো: ফিরোজ মিয়ার স্ত্রীকে সিজারিয়ান অপারেশন করার জন্য গত ২৬ জুন বুধবার বিকেলে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে যথারীতি ওই রাতেই ফিরোজ মিয়ার স্ত্রী আবেদা বেগম সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন৷ তখন থেকেই ফিরোজের মা সহ তার দুজন আত্মীয় তাদের সাথে অবস্থান করছিলো। ঘটনাক্রমে একজন অজ্ঞাত মহিলা তাদের সাথে সখ্যতা তৈরী করে। সে বলে তার এক আত্মীয় এই হাসপাতালে ভর্তি আছে।
পরে আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় শিশুটির মা বাথরুমে গেলে এবং একই সময় অন্য স্বজনরা বাইরে থাকার সুযোগে ওই মহিলা বোরখা পরে নবজাতক শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ওই কক্ষের সামনের সিসিটিভি ক্যামেরা নষ্ট ছিলো বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সন্দেহ আরও বেড়ে যায়। তারা অভিযোগ করেন এ ঘটনার সাথে হাসপাতাল কর্তৃপক্ষের যোগসাজস রয়েছে। পরে বাইরের একটি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বোরখা পরিহিত ওই মহিলা শিশুটিকে নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করছে। এ ঘটনার পর শিশুটির মা-বাবাকে হাসপাতালে তীব্র আর্তনাদ করতে দেখা যায়।
পরে শিশুটির পিতা ফিরোজ মিয়া জানান,হাসপাতাল কর্তৃপক্ষ আমার মেয়েকে উদ্ধারের ব্যবস্থা না করলে আমি আইনি পদক্ষেপ নিব।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেইসাথে আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে বলে জানান ওসি।