শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

- আপডেট সময় : ০৩:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ এক মাদক কারবারি গ্রেফতার
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকা থেকে মিনি পিক-আপভ্যানে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৬০ বোতল মদ সহ মো. আনিছ (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৬ মার্চ) ভোর ৬ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মৃত কাশেম আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে,গোপনে সংবাদ পেয়ে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম, এএসআই শাজাহান, কনস্টেবল মেহেদী হাছান, কনস্টেবল মমিনুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকার হযরত মেম্বারের নির্মানাধীন বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে পিকআপে থাকা ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৬০ বোতল মদসহ মাদক কারবারি মো. আনিছকে আটক করে ডিবি। উদ্ধারকৃত মদের দাম আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা।
শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি’র (ওসি) সালেমুজ্জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আনিছ এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় রবিবার দুপুরে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।