শেরপুরের নকলায় ইউপি চেয়ারম্যান গেন্দু গ্রেপ্তার!

- আপডেট সময় : ০৩:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে
শেরপুরের নকলায় ইউপি চেয়ারম্যান গেন্দু গ্রেপ্তার!
শেরপুরের নকলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের একাধিক মামলায় চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান (গেন্দু)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) বিকেলে চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ৯ নং চন্দ্রকোনা ইউনিয়ন শাখার অন্যতম সদস্য,নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৯ নং চন্দ্রকোনা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি, নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগ নকলা উপজেলা শাখার সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন, চন্দ্রকোনা ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু।তার সাথে সাবেক মন্ত্রী ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের দমন পীড়নে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেন তিনি। আন্দোলনরত ছাত্রদের ছত্রভঙ্গ করতে শর্টগান ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে ঝাঁপিয়ে পড়েন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এজাহার নামীয় আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।