শেরপুরের ঝিনাইগাতীতে ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের মতবিনিম
- আপডেট সময় : ০৪:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতীতে ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের মতবিনিম
শেরপুরের ঝিনাইগাতীতে ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের উদ্যোগে ঝিনাইগাতী সদর বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ীর সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফকির মো. সিদ্দিক এর সভাপতিত্বে এবং ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিপ্লব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা, জেলা বিএনপি’র সভাপতি, শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
এ সময় অন্যান্যদের মাঝে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিষ্টার আলী, সহ- সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রুবেল মাহমুদ, ডা. সেরাজুল হক স্মৃতি সংসদ বাজার ব্যবসায়ী শাখার উপদেষ্টা লুৎফর রহমান, বাদশা আলম ভুইয়া, আব্দুল আজিজ, আল আমিন তালুকদার,সিদ্দিক আলম, আবু হানিফ প্রমুখ বক্তব্য রাখেন।
উক্ত মতবিনিময় সভায় ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বাজারের বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ী বৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।