শেখ হাসিনার উন্নয়ন বিশ্বের কাছে দৃশ্যমান- মন্ত্রী এম এ মন্নান

- আপডেট সময় : ০৩:৪৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১ ৩৩৯ বার পড়া হয়েছে
এম, নোমান চৌধুরী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
আকাশের উপর দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করা হয়েছে। শেখ হাসিনার উন্নয়ণ বিশ্বের কাছে আজ দৃশ্যমান।
শনিবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় চরফ্যাশন নদীভাংগা কবল থেকে রক্ষার পরিকল্পনা কার্যক্রম পরিদর্শন পূর্বক বজ্রগোপাল টাউন হলে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মন্নান।
এ সময় প্রধান অতিথি আরো বলেন, শেখ হাসিনা ভাল কাজের জন্যে সবসময় সহযোগিতা করেন। আমরাও সহযোগিতা থাকবে। বর্তমানে দেশ শান্তিশৃংখলা চলছে। একটি মহল বিশৃংখলা করার জন্যে চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছে। প্রধানমন্ত্রীর জন্যে আজ বিশ্বে বাংলাদেশের ফুটে উঠেছে।
চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, বিএনপি জামায়াত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলা পানিতে মাছ শিকার করতে চায়,ঘাতক কু-চক্রি মহলের ষড়যন্ত্র থেকে আমরা সতর্ক থাকতে হবে।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক তৌফিক-ই- এলাহী চৌধুরী, ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ. কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- নোমান, পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সহকারী কমিশনার আবু আবদুল্লাহ খান প্রমুখ।