শাহজাদপুরে জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা
- আপডেট সময় : ০২:২১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
শাহজাদপুরে জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা
সিরাজগঞ্জের শাহজাদপুরে জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুসফিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাত জাহান, উপজেলা বিএনপির সভাপতি মো. ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. এমদাদুল হক নওশাদ এবং সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী।
এসময় ইউএনও মো. কামরুজ্জামান শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “শহিদদের স্মৃতিকে সম্মান জানাতে এবং তাদের পরিবারের প্রতি সহযোগিতা প্রদানের জন্য আমরা নিরলস কাজ করছি। শাহজাদপুরে গণঅভ্যুত্থানের শহিদ তিনজনের কবর আমি নিজে জিয়ারত করেছি এবং তাদের শহিদ হিসেবে সরকারি স্বীকৃতির জন্য পদক্ষেপ গ্রহণ করেছি।”
সভায় আরও বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম.এ জাফর লিটন, সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেন এবং শাহজাদপুর থানার ওসি (অপারেশন) মো. আবু সাঈদ।
জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহিদ তিনজনের পরিবার ও আহত ২৫ জনের পরিবারের সদস্যরা এ স্মরণসভায় উপস্থিত ছিলেন। এছাড়াও শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।