শাহজাদপুরে আ.লীগ থেকে ২৫ নেতা-কর্মীর পদত্যাগ
- আপডেট সময় : ০২:৪১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
শাহজাদপুরে আ.লীগ থেকে ২৫ নেতা-কর্মীর পদত্যাগ
সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ২৫ নেতাকর্মী নিয়ে পদত্যাগ করেছেন আব্দুল খালেক নামের এক আ.লীগ নেতা। শনিবার (৩১ আগস্ট) শনিবার রাত ৮টায় শাহজাদপুর সাংবাদিক ফোরাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা গালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফের নেতৃত্বে পলান, ইনতাজ আলী, সমসের, মনসের, সুলতান মোল্লা ও রবিসহ প্রায় ২৫ জন দলীয় কর্মী সমর্থক পদত্যাগ করেন।
এসময় পদত্যাগ আব্দুল লতিফ বলেন, আমি ও আমার পরিবার মনে প্রাণে বিএনপি করলেও আওয়ামী লীগের অত্যাচারে আমি দীর্ঘদিন এই স্বৈরাচারী সরকারের আদেশে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের চাপে গালা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।
তাবুও কখনো কারও সাথে খারাপ আচারণ করি নাই। আমি তাদেরকে নিয়ে শান্তিতে বসবাস করেছি। কিন্তু যখন নতুন করে আবার এ দেশ স্বাধীন হলো সকলেই স্বাধীনতা পেলো তাই আমি সিদ্ধান্ত নিয়ে আমি ও আমার নেতাকর্মীদের সাথে নিয়ে পদত্যাগ করলাম।
এসময় বর্তমান গালা ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হান্নান বলেন, আমার উপরে নির্যাতনের কারনে আমার ভাই সে অনেক কষ্ট পেয়েছে। এমনকি আমার বাড়িতে কয়েকবার হামলা করেছে আওয়ামীলীগের লোকজন। এবং আমাকে অনেকবার পুলিশ দিয়ে হুমকি ধমকি দিয়েছে এমনকি আমাকে গুম করাও হয়েছি। তাই আমার ভাই আব্দুল লতিফ পরিবারের সদস্যদের নিরাপত্তার কারণে আওয়ামী লীগে যোগ দেন।