শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিযোগিতা
- আপডেট সময় : ০২:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিযোগিতা
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন, হাতের সুন্দর লেখা, রচনা লিখন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি রবিবার ঠাকুরগাঁও জেলা সরকারি গণগ্রন্থাগারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে প্রতিযোগিতা চলাকালীন প্রতিযোগিতার আহবায়ক ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীর তত্ত্বাবধানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাদিমুল ইসলাম যাদু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস দেবনাথ, ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জাকির হোসেন ইমন, অমল টিক্কু সহ অন্যান্যরা। প্রতিযোগিতায় পৌর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১ম থেকে ১০ম শ্রেণীর প্রায় ৩শতাধিক শিশু অংশগ্রহন করে।