লালপুরে ৬ সংখ্যালঘুর বাড়িঘরসহ মন্দির ও ভা ঙ চু র-লু-ট-পা-ট
- আপডেট সময় : ১০:২৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
লালপুরে ৬ সংখ্যালঘুর বাড়িঘরসহ মন্দির ও ভা ঙ চু র-লু-ট-পা-ট
নাটোরের লালপুরে ৬ সংখ্যালঘুর বাড়িঘরসহ একটি মন্দির ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ও রাতে উপজেলার জোতৈদবকী এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জোতৈদবকী মন্দির কমিটির সভাপতি স্কুলশিক্ষক দ্বীপেন্দ্রনাথ সাহা জানান, সোমবার বিকেল ৫ টার দিকে ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্তের একটি দল প্রথমে জোতদৈবকী শিব ও কালীমন্দিরে হামলা করে। এসময় তারা মন্দিরের আটটি সিসি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর হামলাকারীরা মন্দিরের পাশেই তার বাড়িতে হামলা করে। তারা বাড়ির একটি ফটক ভেঙে ফেলে এবং দ্বিতীয় ফটক ভাঙতে না পেরে বাইরে থেকে জানালা ভেঙে ফেলে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। এরপর আমার ভাই নরেশ চন্দ্র সাহা ও প্রতিবেশী শিমুল সরকারের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
নরেশ চন্দ্র বলেন, দুর্বৃত্তরা তার বাড়ি থেকে লক্ষাধিক টাকা, চার ভরি সোনার গহনা, ল্যাপটপ, মোবাইল ফোন, চালের বস্তা লুট করে নিয়ে যায়। ঘটনার সময় তিনি লালপুর থানায় বিষয়টি ঘটনাস্থলে আসেনি। ঘটনাটি থানার পুলিশ ও ইউএনওকে জানালে তারা নিজেরাই অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে তারা জানান। পরে পুলিশ সুপার কে ফোন করলে তিনিও ফোন রিসিভ করেননি।
রাতে উপজেলার মাধবপুর পালপাড়াতে কলেজশিক্ষক দ্বীগেন্দ্রনাথ পাল ও রণেন্দ্রনাথ পাল ও ভাটপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক কার্তিক চন্দ্রের বাড়িতেও একইভাবে হামলা করা হয়। এসব বাড়ি থেকেও মালপত্র লুট করে নেওয়া হয়। এসময় হামলাকারীরা রণেন্দ্রনাথের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু অভিযোগ করে বলেন, হামলাকারীরা সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা ও লুটপাটের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর ও তার ছেলের ঔষধের দোকান ভাংচুর ও লুটপাট করেছে।