লালপুরে স্কুল শেষে লা*শ হয়ে বাড়ি ফিরল শিশু শিক্ষার্থী ইমা!
- আপডেট সময় : ০৪:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৩৪৫ বার পড়া হয়েছে
লালপুরে স্কুল শেষে লা*শ হয়ে বাড়ি ফিরল শিশু শিক্ষার্থী ইমা!
নাটোরের লালপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৭ বছরের ইমা খাতুন নিহত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার তিলকপুর গ্রাম এলাকার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইমা লালপুর উপজেলার ভাটপাড়া গ্রামের ইমরান হোসেনের মেয়ে এবং তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শক্ষার্থী ছিল।
নিহতের বাবা ইমরান হোসেন বলেন, প্রতিদিন স্কুল ছুটির পর তার মেয়ে একাই পায়ে হেঁটে বাড়িতে ফিরত। আজও সে স্কুল ছুটি হলে দুপুর একটার দিকে সহপাঠীদের সঙ্গে পায়ে হেঁটে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ লালপুরগামী দ্রুতগতিরী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ছুটে গিয়ে ইমা কে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। ইমরান হোসেন আহাজারি করে দায়ী মাইক্রোবাসের চালকের উপযুক্ত শাস্তি দাবি করেন।
মাইক্রোবাসের চাপায় শিশু ইমার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার বলেন,
ঘাতক মাইক্রোবাসটি শনাক্ত করে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে বুধবার বিকেল পর্যন্ত নিহতের পরিবারের কাছে থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।