লালপুরে স্কুল ছাত্রীকে অপহরণ-ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড!
- আপডেট সময় : ০৩:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
লালপুরে স্কুল ছাত্রীকে অপহরণ-ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড!
বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরের লালপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে একটি ধারায় ১৯ বছর বয়সী সাব্বির আলীকে যাবজ্জীন কারান্ড দিয়েছেন আদালত। এছাড়া পৃথক অপর একটি ধারয় তাকে অতিরিক্ত আরো ১৪ বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়। একই সাথে আব্দুল মান্নান ও মুক্তার হোসেন নামে মামলার অপর দুই আসামীকে খালাস দেন আদালত। সোমবার (১৩ মে) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, লালপুর উপজেলার দুরদুরিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় বখাটে সাব্বির আলী। কিন্তু স্কুল ছাত্রী সেই প্রস্তাবে প্রত্যাখান করলে প্রত্যাখ্যাত হয়ে ২০২০ সালের ২০ নভেম্বরে দন্ডপ্রাপ্ত আসামী সাব্বির আলী দলবল নিয়ে অমরপুর গ্রামের বাড়ি থেকে অপহরণ করে। এরপর ওই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা সাদেকুল আলম বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামীদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে পুলিশ ২০২১ সালের ৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে।
পিপি আনিসুর রহমান আরও জানান, পরে মামলাটি বিচারের জন্য এই আদালতে প্রেরিত হয় এবং সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার দুপুরে মামলায় আসামী সব্বির আলীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান সহ ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক।