লালপুরে সেনাবাহিনীর হাতে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক!

- আপডেট সময় : ০৪:৫৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
লালপুরে সেনাবাহিনীর হাতে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক!
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে চেকপোস্ট বসিয়ে ১১০ পিচ ইয়াবাসহ মোঃ ইমন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৩টড় দিকে লালপুর স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো: ইমন উপজেলার বনপাড়া গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে।
সেনাবাহিনী জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর নিরবচ্ছিন্ন মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নাটোর জেলার লালপুর উপজেলায় লালপুর স্টেডিয়াম এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট চলাকালীন সময়ে ইমন নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ ইমন স্বীকার করে সে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সাথে জড়িত। স্থানীয় এলাকায় সে একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত।
সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানে আটক মাদক ব্যবসায়ী ইমনকে লালপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী আইনিপদক্ষেপ প্রক্রিয়াধীন।
মাদকবিরোধী যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় ও আপসহীন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।